এই পরিচ্ছেদে তোমরা দেখতে পাবে কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রোডিঙার সমীকরণ কিভাবে আসলো।
তোমরা জানো যে, কোন বস্তুর মোটশক্তিকে গতিশক্তি আর বিভবশক্তির সমষ্টি হিসাবে লিখা যায়।
কিন্তু তোমরা জানো যে ভরবেগ , সুতরাং উপরের সমীকরণ থেকে পাবে-
মনেকরো, সময় পরিবর্তনের সাথে সাথে কণাটি অবস্থান পরিবর্তন করলেও, তার বিভবশক্তির মান অপরিবর্তিত থাকছে। যেহেতু ক্ষুদ্রকণাগুলি একই সাথে কণা ও তরঙ্গের মতো আচরণ করে, এদের একটি ওয়েভফাংশন থাকবে। ধরো ওয়েভফাংশনটি হচ্ছে-
তাহলে কে ধ্রুব ধরে ওয়েভফাংশনটিকে এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে পাবে-
এখানে এবং হচ্ছে ল্যাপলাসিয়ান। এবার কে এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে পাবে-
আশা করি তোমাদের মনে আছে যে , তাহলে
এখন উপরের সমীকরণ এর উভয়পাশে দিয়ে গুণ করলে পাবে-
আর এটিই হলো সময় নিরপেক্ষ শ্রোডিঙার সমীকরণ।
সময় নিরপেক্ষ শ্রোডিঙার সমীকরণ
Reviewed by Dayeen
on
ডিসেম্বর ২৯, ২০২০
Rating: