সময় নিরপেক্ষ শ্রোডিঙার সমীকরণ

এই পরিচ্ছেদে তোমরা দেখতে পাবে কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রোডিঙার সমীকরণ কিভাবে আসলো। তোমরা জানো যে, কোন বস্তুর মোটশক্তিকে গতিশক্তি (12mv2) আর বিভবশক্তির (V(r)) সমষ্টি হিসাবে লিখা যায়। E=12mv2+V(r) কিন্তু তোমরা জানো যে ভরবেগ p=mv, সুতরাং উপরের সমীকরণ থেকে পাবে- E=p22m+V(r) মনেকরো, সময় t পরিবর্তনের সাথে সাথে কণাটি অবস্থান পরিবর্তন করলেও, তার বিভবশক্তির মান অপরিবর্তিত থাকছে। যেহেতু ক্ষুদ্রকণাগুলি একই সাথে কণা ও তরঙ্গের মতো আচরণ করে, এদের একটি ওয়েভফাংশন থাকবে। ধরো ওয়েভফাংশনটি হচ্ছে- ψ(r)=ei(krωt) তাহলে t কে ধ্রুব ধরে ওয়েভফাংশনটিকে r এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে পাবে- ψ(r)=ψ(r)r=ikei(krωt)=ikψ(r) এখানে =r এবং 2=2r2 হচ্ছে ল্যাপলাসিয়ান। এবার ψ(r) কে r এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে পাবে- 2ψ(r)=2ψ(r)r2=(ik)2ψ(r) আশা করি তোমাদের মনে আছে যে p=k, তাহলে p2ψ(r)=22ψ(r) এখন উপরের সমীকরণ (???) এর উভয়পাশে ψ(r) দিয়ে গুণ করলে পাবে- Eψ(r)=[22m2+V(r)]ψ(r) আর এটিই হলো সময় নিরপেক্ষ শ্রোডিঙার সমীকরণ।
সময় নিরপেক্ষ শ্রোডিঙার সমীকরণ সময় নিরপেক্ষ শ্রোডিঙার সমীকরণ Reviewed by Dayeen on ডিসেম্বর ২৯, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.