আগের পরিচ্ছেদে তোমরা সময় নিরপেক্ষ শ্রোডিঙার সমীকরণ কিভাবে আসলো সেটা সম্পর্কে জেনেছো। এই পরিচ্ছেদে দেখবে সময় নির্ভর শ্রোডিঙার সমীকরণ কিভাবে হিসেব করা হয়। তোমরা জানো যে শক্তিকে-
এভাবেও লেখা যায়। আগের মতই ওয়েভফাংশনটি হচ্ছে-
তবে এখানে বিভবশক্তি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তাহলে এবার ওয়েভফাংশনটিকে সময় এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে পাবে-
এখন উপরের সমীকরণ কে আগের মত দিয়ে গুণ করলে পাবে-
কিন্তু সময় নিরপেক্ষ শ্রোডিঙার সমীকরণ থেকে তোমরা জানো-
যেহেতু এখানে ওয়েভফাংশনটি সময়ের সাথেও পরিবর্তন হচ্ছে সুতরাং, এখানে এর জায়গায় এবং বসালে পাবে-
এটিই হলো সময় নির্ভর শ্রোডিঙার সমীকরণ।
সময় নির্ভর শ্রোডিঙার সমীকরণ
Reviewed by Dayeen
on
ডিসেম্বর ২৯, ২০২০
Rating: