Born এর আসন্নমান

যেসব ক্ষেত্রে বিচ্ছুরনের হার খুব একটা বেশি থাকেনা সেসব ক্ষেত্রে আমাদের যুক্ত ওয়েভফাংশন $\psi({\bf x})$ আর আপতিত ওয়েভফাংশন $\phi({\bf x})$ এর মধ্যেও খুব বেশি পার্থক্য থাকেনা । সুতরাং $f({\bf k}', {\bf k})$ এর মান বের করার জন্যে আমরা যদি লিখতে পারি- $\psi({\bf x})$ কে $\phi({\bf x})$ এর মান দিয়ে প্রতিস্থাপিত করতে পারি- \begin{equation} \psi({\bf x}) \rightarrow \phi({\bf x}) = \frac{\exp(\,{\rm i}\,{\bf k} \cdot {\bf x} ) }{(2\pi)^{3/2}}. \end{equation} একে Born approximation বলা হয়। Born approximation থেকে পাই- \begin{equation} f({\bf k}', {\bf k}) \simeq - \frac{m}{2\pi\, \hbar^2} \int d^3 x'\,\exp\left[\, {\rm i}\, ({\bf k} - {\bf k}')\cdot {\bf x}'\right] V({\bf x}'). \end{equation} সুতরাং , $f({\bf k}', {\bf k})$ বিচ্ছুরিত বিভবশক্তি $V({\bf x})$ এর Fourier transform এর সমানুপাতিক। এবং এখানে ওয়েভভেক্টর ${\bf q} \equiv {\bf k} - {\bf k}'$। একটি সুষম-গোলকীয় ( spherically symmetric) বিভবশক্তির জন্যে পাই, \begin{equation} f({\bf k}', {\bf k}) \simeq - \frac{m}{2\pi\, \hbar^2} \int_0^\infty\!\int_0^\pi\!\int_0^{2\pi} dr' \,d\theta'\,d\phi'\,r'^{\,2}\,\sin\theta' \,\exp(\,{\rm i} \, q \,r'\cos\theta') \, V(r'), \end{equation} এখানে থেকে পাই- \begin{equation}\label{e7.38} f({\bf k}', {\bf k}) \simeq - \frac{2\,m}{\hbar^2\,q} \int_0^\infty dr'\,r' \,V(r') \sin(q \,r'). \end{equation} লক্ষ্য করো যে সুষম-গোলকীয় বিভবশক্তির জন্যে $f({\bf k}', {\bf k})$ কে $q$ এর একটা ফাংশন হিসাবে লেখা যায়। একটু হিসেব কষে তোমরা খুব সহজেই বের করতে পারবে যে- \begin{equation} q \equiv |{\bf k} - {\bf k}'| = 2\, k \,\sin (\theta/2), \end{equation} এখানে $\theta$ হচ্ছে ${\bf k}$ ও ${\bf k}'$ এর মধ্যবর্তী কোন। অন্যভাবে বলা যায়, $\theta$ হলো বিচ্ছুরন কোন। আমরা জানি যে ভেক্টর ${\bf k}$ আর ${\bf k}'$ এর দৈর্ঘ্য সমান (শক্তির নিত্যতা সূত্র থেকেই এটা বের করে ফেলা যায়)। এবার Yukawa বিভবশক্তির কথা চিন্তা করো। \begin{equation} V(r) = \frac{V_0\,\exp(-\mu \,r)}{\mu \,r}, \end{equation} মনেকরো এই বিভবশক্তির কারনে বিচ্ছুরন ঘটছে। এখানে $V_0$ একটি ধ্রুব সংখ্যা, আর $1/\mu$ বিভবশক্তির ব্যাপ্তি কতটুকু সেটা নির্দেশ করে। (\ref{e7.38}) সমীকরণ থেকে লেখা যায়- \begin{equation} f(\theta) = - \frac{2\,m \,V_0}{\hbar^2\,\mu} \frac{1}{q^2 + \mu^2}, \end{equation} কারণ \begin{equation} \int_0^\infty dr'\, \exp(-\mu \,r') \,\sin(q\,r') = \frac{q}{q^2+\mu^2}. \end{equation} সুতরাং , Born approximation এর ক্ষেত্রে Yukawa বিভবশক্তির কারণে যে বিচ্ছুরন ঘটে তার differential cross-section হলো- \begin{equation} \frac{d\sigma}{d {\mit\Omega}} \simeq \left(\frac{2\,m \,V_0}{ \hbar^2\,\mu}\right)^2 \frac{1}{[4\,k^2\,\sin^2(\theta/2) + \mu^2]^{\,2}}. \end{equation} যখন $\mu \rightarrow 0$ হয়, তখন $V_0/\mu \rightarrow Z\,Z'\, e^2 / 4\pi\,\epsilon_0$ হয়, ফলে Yukawa বিভব কুলম্বের বিভবের মতো রূপ ধারন করে। এই সীমায় Born differential cross-section কে লেখা যায়- \begin{equation} \frac{d\sigma}{d{\mit\Omega}} \simeq \left(\frac{2\,m \,Z\, Z'\, e^2}{4\pi\,\epsilon_0\,\hbar^2}\right)^2 \frac{1}{ 16 \,k^4\, \sin^4( \theta/2)}. \end{equation} আমরা জানি $ |{\bf p}|= \hbar\, k$ , সুতরাং উপরের সমীকরণ থেকে লেখা যায়- \begin{equation}\label{e7.46} \frac{d\sigma}{d{\mit\Omega}} \simeq\left(\frac{Z \,Z'\, e^2}{16\pi\,\epsilon_0\,E}\right)^2 \frac{1}{\sin^4(\theta/2)}, \end{equation} এখানে $E= p^2/2\,m$ হচ্ছে আপতিত কণার গতিশক্তি । সমীকরণ (\ref{e7.46}) টি Rutherford scattering cross-section এর সমীকরণের মতন। যদি বিচ্ছুরনের ক্ষেত্রে $\psi({\bf x})$ আর $\phi({\bf x})$ এর মান কাছাকাছি হয়, শুধুমাত্র তখনই Born approximation ব্যবহার করা যায়। সুতরাং (\ref{e7.17}) সমীকরণে ${\bf x} = {\bf 0}$ এর কাছাকাছি বিচ্ছুরন ক্ষেত্রের জন্য যদি- \begin{equation}\label{e7.47} \left| \frac{m}{2\pi\, \hbar^2} \int d^3 x'\,\frac{ \exp(\,{\rm i}\, k \,r')}{r'} \,V({\bf x}') \right| \ll 1. \end{equation} হয়, তাহলেই আমরা বলতে পারবো $\psi({\bf x})\simeq \phi({\bf x})$। Yukawa বিভবের একটি বিশেষ পরিস্থিতির কথা চিন্তা করো, যখন বিভবশক্তি খুবই দূর্বল থাকে (অর্থাৎ $k\ll \mu$) আমরা $\exp(\,{\rm i}\,k\, r')$ কে একক হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে আমরা পাবো- \begin{equation} \frac{2\,m}{\hbar^2} \frac{|V_0|}{\mu^2} \ll 1 \end{equation} যেটা Born approximation ন্যায্যতাকে নির্দেশ করে। Yukawa বিভবের কারণে সীমাবদ্ধ স্তর (bound state) তৈরির শর্ত হলো- \begin{equation} \frac{2\,m}{\hbar^2} \frac{|V_0|} {\mu^2} \geq 2.7, \end{equation} এখানে $V_0$ এর মান ঋণাত্মক। সুতরাং যদি বিভবশক্তিটি দূর্বল না হয়, তাহলে সেটি সীমাবদ্ধ স্তর তৈরি করতে সক্ষম হবে। এবং সেক্ষেত্রে Born approximation ব্যবহার করা যাবেনা। যদি $k$ এর মান অনেক বড় হয় তাহলে সমীকরণ (\ref{e7.47}) থেকে পাই \begin{equation} \frac{2\,m}{\hbar^2} \frac{|V_0|}{\mu \,k} \ll 1. \end{equation} এই অসমতা নির্দেশ করে যে, যদি আপতিত কণিকার শক্তি যতবেশি হবে, Born approximation এর মাধ্যমে তত ভাল ফলাফল পাওয়া যাবে।
Born এর আসন্নমান Born এর আসন্নমান Reviewed by Dayeen on ফেব্রুয়ারী ২৯, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.