আগের পরিচ্ছেদে সারা বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত তিন ধরণের এককের কথা জেনেছো। এই তিন ধরনের একক থাকায় বিজ্ঞানীরা পরে গেলেন মহা মুশকিলে। দেখাগেলো একদেশে বিজ্ঞানীরা কোন কিছুকে একটি পদ্ধতিতে হিসাব করে রেখেছে, অন্যদেশের বিজ্ঞানীরা ঐ ফলাফলকে নিজের মত করে পরিবর্তন করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে।
এসমস্যা থেকে মুক্তির জন্য ১৯৬০ সালে সব দেশে বিজ্ঞানীরা মহা সমাবেশ ডেকে মৌলিক রাশিগুলির আন্তর্জাতিক এককগুলি ( SI Unit ফরাসী ভাষার Système international (d'unités) থেকে SI Unit শব্দটি এসেছে ) এবং কিভাবে সেগুলি নির্ণয় করা হবে সেবিষয়ে সর্বসম্মত হন। এবং প্রায় ৬০ বছর পর ২০১৯ সালের ২০ মে গণিতবীদ ও গবেষকরা আবার একসাথে হয়ে, মৌলিক রাশির আন্তর্জাতিক এককগুলিকে ধ্রুবকের ভিত্তিতে নতুনভাবে সংজ্ঞায়িত করেন।
বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাতটি মৌলিক রাশির এককগুলি হচ্ছে-
ভরঃ ফ্রান্সের International Burue of Weights and Measures এ সংরক্ষিত ইরিডিয়াম সংকর ধারুত তৈরির সিলিন্ডারের ভরকে আদর্শ এক কেজি ভর বলে ধরা হয়।
সময়ঃ একটি সিজিয়াম -১৩৩ পরমাণুর ৯১৯২৬৩১৭৭০ টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ১ সেকেন্ড বলে।
তাপমাত্রাঃ পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার ভাগকে ১ কেলভিন বলে।
তড়িৎ প্রবাহঃ বায়ুশূন্য স্থানে এক মিটার দূরত্ব অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং অতি ক্ষুদ্র প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্গ্যে -- নিউটন বল উৎপন্ন হয় তাকে ১ অ্যাম্পিয়ার বলে।
দীপন ক্ষমতাঃ ১০১৩২৫ প্যাসকেল চাপে প্লাটিনামের হিমাঙ্কে (২০৪২ K) কোন কৃষ্ণ বস্তুর পৃষ্ঠের বর্গমিটার ক্ষেত্রেফলের পৃষ্ঠের অভিলম্ব বরাবর দীপন ক্ষমতাকে ১ ক্যান্ডেল বলে।
মোলঃ যে পরিমান পদার্থে ০.০১২ কেজি কার্বন এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট থাকে তাকে ১ মোল বলে।
এসমস্যা থেকে মুক্তির জন্য ১৯৬০ সালে সব দেশে বিজ্ঞানীরা মহা সমাবেশ ডেকে মৌলিক রাশিগুলির আন্তর্জাতিক এককগুলি ( SI Unit ফরাসী ভাষার Système international (d'unités) থেকে SI Unit শব্দটি এসেছে ) এবং কিভাবে সেগুলি নির্ণয় করা হবে সেবিষয়ে সর্বসম্মত হন। এবং প্রায় ৬০ বছর পর ২০১৯ সালের ২০ মে গণিতবীদ ও গবেষকরা আবার একসাথে হয়ে, মৌলিক রাশির আন্তর্জাতিক এককগুলিকে ধ্রুবকের ভিত্তিতে নতুনভাবে সংজ্ঞায়িত করেন।
বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাতটি মৌলিক রাশির এককগুলি হচ্ছে-
রাশির নাম | একক | মাত্রা* |
---|---|---|
দৈর্ঘ্য | মিটার (\(m\)) | [L] |
ভর | কিলোগ্রাম (\(kg\)) | [M] |
সময় | সেকেন্ড (\(s\)) | [T] |
পদার্থের পরিমান | মোল(\(mol\)) | [n] |
তাপমাত্রা | কেলভিন(\(K\)) | [\(\Theta\)] |
তড়িৎ প্রবাহ | অ্যাম্পিয়ার (\(A\)) | [I] |
দীপন ক্ষমতা | ক্যান্ডেলা (\(cd\)) | [K] |
আন্তর্জাতিক এককের পুরনো সংজ্ঞাগুলিঃ
দৈর্ঘ্যঃ বায়ুশূন্য স্থানে আলো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে ১ মিটার বলে।ভরঃ ফ্রান্সের International Burue of Weights and Measures এ সংরক্ষিত ইরিডিয়াম সংকর ধারুত তৈরির সিলিন্ডারের ভরকে আদর্শ এক কেজি ভর বলে ধরা হয়।
সময়ঃ একটি সিজিয়াম -১৩৩ পরমাণুর ৯১৯২৬৩১৭৭০ টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ১ সেকেন্ড বলে।
তাপমাত্রাঃ পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার ভাগকে ১ কেলভিন বলে।
তড়িৎ প্রবাহঃ বায়ুশূন্য স্থানে এক মিটার দূরত্ব অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং অতি ক্ষুদ্র প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্গ্যে -- নিউটন বল উৎপন্ন হয় তাকে ১ অ্যাম্পিয়ার বলে।
দীপন ক্ষমতাঃ ১০১৩২৫ প্যাসকেল চাপে প্লাটিনামের হিমাঙ্কে (২০৪২ K) কোন কৃষ্ণ বস্তুর পৃষ্ঠের বর্গমিটার ক্ষেত্রেফলের পৃষ্ঠের অভিলম্ব বরাবর দীপন ক্ষমতাকে ১ ক্যান্ডেল বলে।
মোলঃ যে পরিমান পদার্থে ০.০১২ কেজি কার্বন এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট থাকে তাকে ১ মোল বলে।
আন্তর্জাতিক এককসমূহ
Reviewed by Dayeen
on
জানুয়ারী ২৩, ২০২০
Rating: