শুরুর কথা

এইযে আকাশে পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে অথবা অ্যাকুরিয়ামে ছোট্ট ছোট্ট গোল্ডফিশ গুডুগুডু করে সাঁতার কেটে বেড়াচ্ছে, সেটা দেখে বিজ্ঞানীরা ভাবতে শুরু করলো, পাখি কিভাবে উড়ে? মাছই বা পানির নিচে কিভাবে সাঁতার কাটে? এগুলি কি ম্যাজিক? ভাবতে ভাবতে একসময়ে তারা আবিস্কার করলো এটা আসলে ম্যাজিক নয়। একে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়। তারপর পাখি উড়ার সেই ব্যাখ্যা কাজে লাগিয়ে মানুষ একটা প্লেন বানিয়ে ফেললো আর পানির নিচে মাছের সাঁতার কাটার ব্যাখ্যাকে কাজে লাগিয়ে বানিয়ে ফেললো সাবমেরিন। এখন আমরাও পাখিদের সাথে আকাশে উড়ে বেড়াতে পারি, পানির নিচ দিয়ে একজায়গা থেকে অন্যজায়গায় চলে যেতে পারি।

তোমাদের চারপাশে প্রতিদিন যা যা ঘটতে দেখছো, তার সবকিছুই বিজ্ঞানের সাহায্যে খুব সুন্দর করে ব্যাখ্যা করা যায়। আর Physicspedia'র মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদের আসেপাশে যা কিছু ঘটছে সেগুলি কিভাবে পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় সেটি শেখানো। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি হতে শুরু করে একটি পরমানুর কেন্দ্রে কি কি ঘটছে সেগুলি ব্যাখ্যা করার জন্য দেশ-বিদেশের বাঘা বাঘা পদার্থবিজ্ঞানীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা চাই, একদিন তোমরাও যেন ওই সব বাঘা বাঘা বিজ্ঞানীদের মত বিশাল বিশাল আবিস্কার করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে পারো। আর তারপর যদি কেউ দুষ্টুমি করে সবাইকে বোঝাতে চায়, এগুলি 'ম্যাজিক', তাহলে তাদের খুব করে বকে দিতে পারো। এটুকুই আমাদের প্রত্যাশা।


বিষয়াবলী
শুরুর কথা শুরুর কথা Reviewed by Dayeen on এপ্রিল ২৫, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.